পানির স্তর নে‌মে যাওয়ায় ধসে পড়ল ঘর

পানির স্তর নি‌চে নে‌মে যাওয়ায় নওগাঁর পত্নীতলায় এক‌টি গভীর নলকূ‌পের ঘর ৪০ ফুট নি‌চে ধসে পড়ে‌ছে। এতে প্রায় ৩০০ বিঘা জ‌মির সেচ অনিশ্চিত প‌ড়ে‌ছে।

আকবরপুর ইউনিয়ন প‌রিষদের ওয়ার্ড সদস্য মোতা‌লেব হো‌সেন জানান, শ‌নিবার প্রচণ্ড শব্দে ঘরটি মা‌টির নি‌চে ধসে প‌ড়ে। এ সময় ঘ‌রে থাকা নলকূপসহ বি‌ভিন্ন যন্ত্রপা‌তি গভী‌রে ত‌লি‌য়ে যায়।

গত বেশ কিছু‌দিন থে‌কে পানির স্তর নি‌চে নে‌মে যাওয়ায় নিচ থে‌কে পাথর ও বা‌লি উঠ‌ছিল ব‌লে জানায় কৃষকরা।

ভূগর্ভ থে‌কে বে‌প‌রোয়াভা‌বে পা‌নি তোলার কার‌ণে পা‌নি স্তর নি‌চে নে‌মে যায়।

কৃষক‌দের অভিযোগ, ব‌রেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ‌কে বিষয়‌টি বারবার বলার পরও দানা নলকূপ দিয়ে পা‌নি উত্তোলন করছিল।

এসএইচ-১৬/২০/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)