অা’লীগের ইশতেহার ঘোষণা : অামার গ্রাম হবে অামার শহর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, এটাই দলটির নির্বাচনি ইশতেহারের শ্লোগান। ইশতেহারে বিশেষ অঙ্গীকারে বলা হয়েছে, আগামী ৫ বছরে আমার গ্রাম হবে আমার শহর। সব মিলিয়ে ২১টি বিশেষ অঙ্গীকার পূরণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

মঙ্গলবার সকালে ঢাকা হোটেল সোনারগাঁওয়ের বলরুমে টানা দুই মেয়াদে থাকা ক্ষমতাসীন দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘোষণায় শেখ হাসিনা বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবো। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। আগামী ৫ বছরে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা/উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হবে।’

শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি হবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সুপেয় পানি এবং উন্নতমানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলা হবে।’

ইশতেহারে মোট ২১টি অঙ্গীকার তুলে ধরেছে আওয়ামী লীগ। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ইশতেহারে যেসব লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেছে আওয়ামী লীগ, সেগুলোর মধ্যে রয়েছে:
১.গণতন্ত্র, নির্বাচন ও কার্যকর সংসদ

২. আইনের শাসন ও মানবাধিকার সংরক্ষণ

৩. দক্ষ, সেবামুখী ও জবাবদিহিতা মূলক প্রশাসন

৪. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তোলা

৫. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ

৬. অগ্রাধিকার ভিত্তিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল

৭. স্থানীয় সরকার ও জনগণের ক্ষমতায়ন

৮. পাঁচ বছরের মধ্যে প্রতিটি গ্রামে আধুনিক নগরীর সব সুবিধা পৌঁছে দেয়া

৯. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা

১০. দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা

১১. ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ

১২. ২০২০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হবে। ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ও ৫ হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হবে

১৩. ১ বছরের নিচে ও ৬৫ বছরের উপরে সকল নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে

১৪. আগামী ৫ বছরে জিডিপি ১০ শতাংশে উন্নীত এবং ২০৩০ সালের মধ্যে মাথাপিছু আয় ৫,৪৭৯ ডলারের বেশি করার পরিকল্পনা

১৫. ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ; দারিদ্র নামবে শূন্যের কোঠায়

১৬. ২১-২৩ সালের মধ্যে ৫-জি ইন্টারনেট সেবা চালু

এসএইচ-০১/১৮/১২ (ন্যাশনাল ডেস্ক)