ঢাকা উত্তর সিটি নির্বাচনে মনোনয়ন ফরম তুললেন যারা

ঢাকা উত্তর সিটি

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন ৭ জন।

বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন পর্যন্ত এই ৭ জন মনোনয়ন ফরম তুলেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন শুক্রবার (২৫ জানুয়ারি)।

যারা মনোনয়ন ফরম তুলেছেন তা হলেন-আদম তমিজী হক, আতিকুল ইসলাম, ইয়াদ আলী ফকির, কুতুব উদ্দীন, রাশেল আশেকী, মোহাম্মদ আরিফ হোসেন(আরেফিন মোল্লা), শহিদুল্লা ওসমানী।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের ৬ মে মেয়র হিসেবে শপথ নেওয়ার ৭৮০ দিনের মাথায় অসুস্থ অবস্থায় লন্ডনে মারা যান আনিসুল হক। তার মৃত্যুর পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি উপ নির্বাচনে ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল।

তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট। সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন হাইকোর্ট।

আরএম-১২/২৫/০১ (ন্যাশনাল ডেস্ক)