মন্ত্রিসভায় ইপিজেড শ্রম আইনের খসড়া অনুমোদন

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা)-২০১৯ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদনও মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর খসড়াটি চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আইনটি পাস করার জন্য এখন সংসদে উত্থাপিত হবে।

এছাড়াও মন্ত্রিসভায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, তিন মাসে মন্ত্রিসভার বৈঠক হয়েছে ৯টি। সিদ্ধান্ত নেয়া হয়েছে ৮৩টি। বাস্তবায়ন হয়েছে ৫৬টি। বাস্তবায়নাধীন সিদ্ধান্ত হচ্ছে ২৭টি। অনুমোদিত নীতি ও কৌশল নেয়া হয়েছে ৭টি। এমওইউ স্বাক্ষর হয়েছে ৫টি এবং সংসদে আইন পাস হয়েছে ১৯টি।

বিএ-০৭/২৮-০১ (ন্যাশনাল ডেস্ক)