রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাস বা সেফজোন তৈরি করতে হবে। আমরা এ বিষয়ে নতুন করে কাজ শুরু করছি।

ঢাকার হোটেল কন্টিনেন্টালে রোববার ‘বাংলাদেশ ও মানবাধিকার’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের ঢাকা অফিস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এতে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফজোন তৈরি করতে হবে। আমরা এটি নিয়ে নতুন করে কাজ করছি।

সেফজোনে ভারত, চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে। মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ড. আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটি হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না।

বিএ-০৪/১০-০২ (ন্যাশনাল ডেস্ক)