কারাবন্দি খালেদার সঙ্গে দেখা করতে পারছেনা স্বজনেরা

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনেরা দেখা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

বুধবার দলটির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বারবার চিঠি দেওয়া হলেও স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে না।

শায়রুল কবির জানান, সর্বশেষ ফেব্রুয়ারির ১০ তারিখ খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যেরা সাক্ষাৎ করেছেন। পরে ২৪ ফেব্রুয়ারি আবেদন করা হলেও অনুমতি দেওয়া হয়নি। মার্চের ৩ তারিখ আবেদন করা হলেও অনুমতি মেলেনি।

এদিকে বুধবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করে বিএনপি। সেখানে চেয়ারপার্সনের সুচিকিৎসার দাবি জানান দলটির নেতারা।

এর আগে, মঙ্গলবার খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র কয়েকজন নেতা।

এবিষয়ে কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক প্রিজন্স কর্নেল ইকবাল হাসান বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা ১০ ফেব্রুয়ারিতে দেখা করে গেছেন। এখনও একমাস হয়নি। তারা আবার আবেদন করেছেন। আশা করছি, শিগগিরই দেখা করতে পারবেন।

বিএ-২৩/০৬-০৩ (ন্যাশনাল ডেস্ক)