পহেলা বৈশাখে কালবৈশাখীর সম্ভাবনা!

বাংলা দিনপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ রোববার। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারাদেশেই পালিত হবে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। তবে এদিন বর্ষবরণের আনন্দ মাটি করে দিতে পারে ঝড়-বৃষ্টি।

উৎসবের এ দিন রোববার সকালে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যাবে, অনুভূত হবে ভ্যাপসা গরম। আর বিকেলের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, নববর্ষের দিন ১৪ এপ্রিল দেশের বেশিরভাগ জায়গা প্রধানত শুষ্ক থাকতে পারে। দুপুরে পর রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং সন্ধ্যার দিকে ঢাকাতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এসএইচ-২২/১৩/১৯ (ন্যাশনাল ডেস্ক)