মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
রোববার সকালে সিলেটের কাজী নজরুল অডিটরিয়ামে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন। শেখ হাসিনার সরকার দেশের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মানুষের কাছে সেই ইতিহাস পৌঁছে দিতে হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। কিন্তু লন্ডনে অবস্থানরত তারেকের নির্দেশে দেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের ওপর আস্থা রেখেছে। তাই আওয়ামী লীগকে জনগণের সেই আস্থার প্রতিদান দিতে হবে।
বিএ-০৫/০৫-০৫ (ন্যাশনাল ডেস্ক)