ঈদে চাঁদাবাজদের বিরুদ্ধে সক্রিয় পুলিশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদকে ঘিরে চাঁদাবাজদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে পুলিশ বাহিনী। ঈদুল ফিতরে ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার বনানী মডেল স্কুলমাঠে অসহায় দরিদ্রদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঢাকা শহরে কোনো ধরনের মাদকের ব্যবসা করতে দেওয়া হবে না। রাজধানীতে ছিনতাই ও মলম পার্টির দৌরাত্ম্য কমে এসেছে। ছিনতাই মোকাবিলায় পুলিশ সব সময় কাজ করছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টি যেই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।

কমিশনার বলেন, ঢাকার যেখানে মাদকের আস্তানা পাওয়া যাবে, সেই আস্তানা গুঁড়িয়ে দেবে পুলিশ। এ ছাড়া মাদকের আস্তানার কোনো সন্ধান পেলে তা পুলিশকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

বিএ-০৬/২৩-০৫ (ন্যাশনাল ডেস্ক)