ডেঙ্গু ঝুঁকিতে পুরো ঢাকা

পুরো ঢাকা শহর ডেঙ্গুর ঝুঁকিতে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরে মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

রোববার বিকালে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে একটি জরিপ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর।

সেই জরিপের অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের ডিজি বলেন, আমরা গতকাল (শনিবার) জরিপের ডাটা সংগ্রহের কাজ শেষ করেছি। সব কাজ শেষ হওয়ার পরে এ বিষয়ে পূর্ণাঙ্গভাবে জানাতে পারবো। তবে এখন পুরো ঢাকা শহরই ঝুঁকিপূর্ণ।

এর আগে দুপুরে ডেঙ্গু পরীক্ষার খরচ নিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন স্বাস্থ্য অধিদফতরে মহাপরিচালক। বৈঠকে প্রাথমিকভাবে ডেঙ্গুর পরীক্ষাগুলো সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ৫০০ টাকায় মূল্য নির্ধারণ করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের ডিজি বলেন, সেবার ব্যাপারে কোয়ালিটি নিশ্চিত করতে হবে। কোনো ছাড় দেয়া চলবে না। প্রত্যেকটা হাসপাতালে একটা করে হেল্প ডেস্ক বসবে। ডেঙ্গু আক্রান্তরা এ হেল্প ডেস্কে গিয়ে যে কোনো তথ্য নিতে পারবেন। এছাড়াও হাসপাতালগুলো মনিটর করার জন্য ১০টি মনিটরিং টিম করা হবে।

বিএ-০৮/২৮-০৭ (ন্যাশনাল ডেস্ক)