বুধবার ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

দিল্লিতে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বুধবার। বৈঠকে অংশ নিতে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বুধবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম বৈঠক হতে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি এবং ২০১১ সালে সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের পর্যালোচনা হবে। এ ছাড়াও নিরাপত্তা, জঙ্গিবাদ বা বিচ্ছিন্নতাবাদ দমনে তৎপরতা, গোয়েন্দাদের মধ্যে তথ্য আদান-প্রদান, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসবাদ, জাল ভারতীয় মুদ্রা, সীমান্ত ব্যবস্থাপনা এবং মাদক ও মানব পাচার রোধে যৌথ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হবে।

এ ছাড়া আলোচনায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি ও সমসাময়িক বিষয় প্রাধান্য পেতে পারে। দ্বিপক্ষীয় স্তরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এটি সপ্তম বৈঠক। গত বছর জুলাইয়ে ষষ্ঠ বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছিলেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভারতে দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর এ সফর খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দুটি দেশে সীমান্ত পরিস্থিতি, উগ্রবাদ, মাদকদ্রব্য ও মানব পাচারের মতো বিরাজমান সমস্যাগুলো প্রায় এক ও অভিন্ন। এ কারণে বৈঠকে এসব ইস্যুতে যৌথ সহযোগিতার বিষয় প্রাধান্য পাবে। বাংলাদেশের পক্ষে সীমান্তে হত্যা বন্ধের প্রসঙ্গটি নিয়েও আলোচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, আইজিপি ড. জাবেদ পাটোয়ারি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

বিএ-১৪/০৬-০৮ (ন্যাশনাল ডেস্ক)