ডেঙ্গু নিয়ন্ত্রণে ট্রেনের বগিতে স্প্রে করা হচ্ছে মশার ওষুধ

প্রতিটি ট্রেন কমলাপুর স্টেশনে আসার পর ওয়াশ শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার ওষুধ স্প্রে করা হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক।

বৃহস্পতিবার কমলাপুর স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ কমলাপুর থেকে ৫৫টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। গতকালের তুলনায় আজ যাত্রী চাপ বেশি, তবে আগামীকাল ও পরশু এ চাপ আরও বাড়বে। আমরা চেষ্টা করছি ট্রেনের শিডিউল ঠিক রাখার। এর মধ্যে কয়েকটা ট্রেন বিলম্বে আসার কারণে শিডিউল একটু বিপর্যয় হয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত যাত্রীর চাপের পাশাপাশি বন্যাদুর্গত এলাকার রেললাইনে কম গতিতে ট্রেন চলার কারণে ট্রেনগুলো ঢাকায় আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। যার প্রভাব অন্য ট্রেনগুলোতেও পড়ছে। এছাড়া ঈদের সময় প্রতিটি স্টেশনে যাত্রী উঠানো, নামানোর জন্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগছে। প্রতিদিন গড়ে ৬০ হাজার যাত্রী ট্রেনে ঢাকা ছাড়বে বলেও জানান তিনি।

ঈদ উদযাপনে গত ৩০ জুলাই যারা দীর্ঘলাইনে দাঁড়িয়ে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই আজ দ্বিতীয় দিনের মতো ট্রেনে ঢাকা ছাড়ছেন।

বৃহস্পতিবার দিনের শুরুতে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কমলাপুর ছেড়ে যায় প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও বেলা ১১টার পর ট্রেনটি ছাড়ে।

এছাড়া সকাল ৯টার রংপুর এক্সপ্রেস ট্রেন প্রায় আড়াই ঘণ্টা বিলম্ব হয়, দিনাজপুর-পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায় বেলা সাড়ে ১১টায়।

বিএ-০৬/০৮-০৮ (ন্যাশনাল ডেস্ক)