বিটিআরসির কমিশনার হলেন সুব্রত রায়

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) কমিশনার পদে সাবেক সচিব সুব্রত রায় মৈত্রকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন সুব্রত রায়। পরে গত বছরের ২০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে যান তিনি। একই দিন সচিব পদে পদোন্নতিও পান সুব্রত।

বিএ-১৪/২৯-১০ (ন্যাশনাল ডেস্ক)