এবার পেঁয়াজের দামের লাগাম টানতে আইনি নোটিশ

প্রায় প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি ঠেকাতে পাঠানো হয়েছে আইনি নোটিশ।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান।

এ সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এই নোটিশ পাঠানো হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়।

নোটিশে আরও বলা হয়েছে, পেঁয়াজ নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া দরকার। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

পেঁয়াজ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি নীতি বিশেষ শর্ত আরোপ করতে হবে। একই সঙ্গে রাজস্ব বোর্ডকে বিশেষ শুল্ক নীতি প্রণয়ন করতে হবে।

নোটিশে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর ভারত সরকার আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার কারণে বাংলাদেশে পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ আমদানিতে এক দেশের উপর নির্ভরশীল হয়ে না থাকতে এ শুল্ক নীতি প্রণয়ন করতে বলা হয়েছে।

বিএ-১১/০৩-১১ (ন্যাশনাল ডেস্ক)