জাসদের কেন্দ্রীয় নেতা আখতার হোসেন আর নেই

জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বি এম আখতার হোসেন রাঙ্গা আর নেই। শনিবার ভোর ৬টায় ঢাকার রায়েরবাগের বাসভবনে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মার গেছেন বিএম আখতার হোসেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

রাঙ্গার মৃত্যুতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার শোক জানিয়েছেন। তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, বিএম আখতার হোসেন রাঙ্গার মৃত্যুতে জাসদ একজন সংগ্রামী ও ত্যাগী নেতাকে হারাল।

আখতার হোসেন রাঙ্গার মরদেহ শনিবার দুপুর ১টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয় চত্বরে নিয়ে আসা হয়। সেখানে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও কেন্দ্রীয় নেতারা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় দলের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানাতে এসেছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স।

পরে আখতার হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার ধানাই গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে জাসদ।

বিএ-১৭/২১-১২ (ন্যাশনাল ডেস্ক)