পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম সরাতে কাজ শুরু করেছে সরকার। এ জন্য প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গীতে অস্থায়ীভাবে গুদাম নির্মাণ প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সম্মেলন কক্ষে ক্রয়কারি প্রতিষ্ঠান বিএসইসি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স লিমিটেড (ডিইডব্লিউ), বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে এ চুক্তি সই হয়।
চুক্তিতে ক্রয়কারি প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান খান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ডিইডব্লিউর উপ-মহাব্যবস্থাপক কমান্ডার নাজমুল ইসলাম, (সি), পিএসসি,বিএন।
চুক্তি অনুযায়ী প্রকল্প এলাকা আগামী ১০ দিনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করবে। ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩৫ দিনের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করবে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্নে ক্রয়কারি প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান গুণগতমান বজায় রেখে সঠিক সময়ে কাজ শেষ করার অঙ্গিকার করে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিএসইসির চেয়ারম্যান মো. রইছ উদ্দীন, পরিচালক অর্থ-আনিস উল-হক-ভুইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. আশিকুর রহমান, সচিব প্রকৌশলী মো. আবুল খায়ের সরদার, প্রধান ব্যক্তি প্রশাসন কর্মকর্তা শাহীরা পারভীন, উপ প্রধান নিরীক্ষণ কর্মকর্তা আ ত ম জাহাঙ্গীর মোস্তাক, হিসাব নিয়ন্ত্রক এ এম রিজওয়ান হোসেন, প্রকল্প ব্যবস্থাপক ও উপ-প্রকল্প পরিচালক মো. সালমান মাহমুদ খান, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স লিমিটেডের উপ প্রধান প্রকৌশলী (প্ল্যানিং অ্যান্ড ডিজাইন) এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জনবসতি এলাকায় রাসায়নিক পদার্থের কারখানা এবং গুদাম অত্যন্ত বিপজ্জনক। তা পুরান ঢাকার মানুষ ২০১০ সালে নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই প্রত্যক্ষ করে। এরপর আর বেশি অনুভব করে গত বছরের ২০ ফেব্রয়ারি চুড়িহাট্টা শাহী জামে মসজিদ এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায়। এরপর ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম নিরাপদ স্থানে স্থানান্তরে সরকার বিসিকের মাধ্যমে বৈধ কেমিকেল কারখানা ও কেমিকেল ব্যবসায়ীদের স্থায়ীভাবে কারখানা ও গুদাম নির্মাণের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে।
এ পরিকল্পনা বাস্তবায়ন সময় সাপেক্ষ বিধায় অতি দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান কেবলমাত্র বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীদের আমদানিকৃত কেমিকেল সংরক্ষণের নিমিত্ত বিএসইসির আওতাধীন টঙ্গীর কাঁঠালদিয়ায় অস্থায়ীভাবে গুদাম নির্মাণের জন্য শিল্প মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নেয়।
এর আলোকে অস্থায়ীভাবে গুদাম নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি সম্পূর্ণ সেবামূলক, অলাভজনক ও জনগুরুত্বপূর্ণ। জাতীয় অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্নের জন্য দুই পর্যায়ে ভাগ করা হয়েছে। এরপর বিসিকের মাধ্যমে বৈধ কেমিকেল কারখানা ও ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে কেমিকেল পল্লী নির্মাণ হলে তাদের উল্লিখিত জায়গায় সরানো এবং জায়গাটি ঢাকা স্টিল ওয়ার্ক্স লিমিটে কর্তৃক ব্যবহৃত হবে।
বিএ-১৭/০৪-০২ (ন্যাশনাল ডেস্ক)