সরকারি সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলেও পোশাকসহ অন্যান্য সেক্টরের মাতৃত্বকালীন ছুটি চার মাস। তাই সরকারি সেক্টরের মতো পোশাক শ্রমিক ও অন্যান্য সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ কনফেডারেশন অব লেবার নামক একটি সংগঠন।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শীর্ষক এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত হলে নারীর অধিকার নিশ্চিত হবে। সমাজ, সভ্যতা, সংস্কৃতিতে এগিয়ে যাওয়ার সঙ্গে নারীদের অধিকার লড়াই চলমান। সভ্যতার আজকের বাস্তবতাতেও নারীদের সর্বক্ষেত্রে অধিকার ও সাম্য প্রতিষ্ঠা হয়নি। বিশ্বের প্রতিটি অঞ্চলে নারীদের এগিয়ে চলার প্রতিটি ধাপ আজও মসৃণ হয়ে ওঠেনি। তাই মানবাধিকারই নারীর অধিকার।
সরকারি সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থাকলেও গার্মেন্টস ও অন্যান্য সেক্টরের মাতৃত্বকালীন ছুটি চার মাস, যা উন্নয়নে বাধা। নারীর সার্বিক ক্ষমতায়ন জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শ্রমবাজারের প্রবেশগম্যতা বৃদ্ধি এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদরূপে নারীকে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তা গৃহশ্রমিকের মানবাধিকার কার্যকর সুরক্ষা উন্নয়ন কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইএলও কনভেনশন-১০২, ১৮৯ ও ১৯০ এ সরকারের অনুস্বাক্ষর জরুরি।
আয়োজক সংগঠনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মাহাতাব উদ্দিন শহীদ প্রমুখ।
বিএ-০৯/০৮-০৩ (ন্যাশনাল ডেস্ক)