১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কাজে ফিরেছেন আইইডিসিআরের ৮ কর্মকর্তা

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ৮ কর্মকর্তা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কর্মস্থলে ফিরেছেন।

মঙ্গলবার আইইডিসিআর সূত্রে দুদিন আগে তাদের কর্মস্থলে ফেরার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ৭ এপ্রিল আইইডিসিআরের চার কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ে।

এর পর আক্রান্তদের সঙ্গে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেনসহ আট কর্মকর্তা করোনা পরীক্ষা করান। ফল নেগেটিভ এলেও বাড়তি সতর্কতা হিসেবে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে যান তারা। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তারা কর্মস্থলে ফিরেছেন রোববার।

আইইডিসিআর সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল তাদের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। ২৬ এপ্রিল থেকে তারা অফিসে যোগ দিয়েছেন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সবার কোয়ারেন্টিনে মেয়াদ শেষ। সবাই করোনা নেগেটিভ। এরই মধ্যে অনেকে কর্মস্থলে যোগ দিয়েছেন।

বিএ-০৮/২৮-০৪ (ন্যাশনাল ডেস্ক)