ক্ষমতার পালাবদলে দেশ থেকে পালাতে উন্মুখ আফগানরা৷ তাদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিল৷ রোহিঙ্গাদের নিয়ে ঝামেলায় থাকায় সে অনুরোধ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ৷
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ‘কষ্টে’ থাকায় সরকার এমন অবস্থান নিয়েছে৷
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তারা আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা না করেছি৷
আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের আর ঝামেলার ফেলবেন না৷’’ ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক মাধ্যমে এই অনুরোধ এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী৷
দুই দশক পর গোঁড়া ইসলামী দল তালেবান আফগানিস্তানের দখল নিয়েছে৷ দেশটির অধিকাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে৷ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে উৎখাত হওয়া তালেবান যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ফিরে এসেছে৷
তালেবান শরিয়া আইন জারির করে আবার নিপীড়ন চালানোর আশঙ্কায় আফগানদের অনেকে দেশ ছেড়ে পালাতে চাইছেন৷ কাবুল বিমানবন্দর এখন এমন মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে উঠেছে৷ পালাতে চাওয়া আফগানরা ভিড় জমিয়েছে পাকিস্তান সীমান্তেও৷
এসএইচ-০১/১৭/২১ (ন্যাশনাল ডেস্ক)