ভাগ্নের পর হেফাজতের নেতৃত্বে মামা

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতে ইসলামের আমীর নির্ধারণের বিষয়টি অনুমতি দিয়েছে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটি।

নতুন আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের সদ্যপ্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা। ফলে ভাগ্নের মৃত্যুতে মামার হাতে এসে পড়ল সংগঠনটি নেতৃত্বের ভার।

রোববার ঢাকার খিলগাঁওয়ে সংগঠনের মহাসচিব কার্যালয়ে খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, হেফাজতের ইসলামের কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির আমীর ও সাধারণ সম্পাদক কোনো রাজনৈতিক ব্যক্তি হতে পারবেন না। এমন ধারাসহ নানা বিষয় সংযুক্ত করে সংশোধন করা হচ্ছে হেফাজতে ইসলামের গঠনতন্ত্র।

বৈঠকে অবিলম্বে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানানো হয়। বিভিন্ন মামলায় কারান্তরীণ হেফাজতে ইসলামের নেতাদের মুক্তি দাবি করেন সংগঠনের মহাসচিব।

এছাড়া কাদিয়ানীদের তৎপরতা বন্ধের সম্মিলিত প্রতিরোধ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা।

ধর্মীয় স্থাপনা নির্মাণে সরকারের অনুমতি গ্রহণের বাধ্যবাধকতার বিষয়টি পুনর্বিবেচনার জন্যও আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে হেফাজতে ইসলামের আমীর পটিদ শূন্য হয়।

নতুন আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঐতিহ্যবাহী কওমি শিক্ষা প্রতিষ্ঠান- বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হারুন বাবুনগরীর ছেলে।

দেশের বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জীবন শেষ করে তিনি কওমি মাদরাসার শীর্ষ প্রতিষ্ঠান ভারতের উত্তর প্রদেশ সাহারানপুর জেলায় অবস্থিত দারুল উলুম দেওবন্দ থেকে হাদিস শাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন।

এর আগে ৮৭ বছর বয়সী মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। মুহিবুল্লাহ বাবুনগরী চরমোনাই পীর ফজলুল করিমের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি গঠিত হলে তিনি এ সংগঠনেরও নেতৃত্ব দেন। ২০১৮ সালে ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এসএইচ-০৭/২৯/২১ (ন্যাশনাল ডেস্ক)