দেশের সব উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ইউএনও সমপর্যায়ের নিরাপত্তা (প্রটোকল) দেওয়া সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।
এর আগে গত ৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ইউএনও সমপর্যায়ের নিরাপত্তা দেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্টে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ওই আদেশ দেন।
পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিন উপজেলা চেয়ারম্যানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দিয়েছিলেন।
আদেশের রুলে উপজেলা পরিষদ ভবনে ইউএনওর কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখা সাইন বোর্ড টানানোর নির্দেশ দেওয়া হয়।
ইউএনওরা যাতে ওই বিজ্ঞপ্তি অনুসরণ করেন, সেজন্য পৃথক আরেকটি সার্কুলার জারি করতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেন উচ্চ আদালত। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নতুন আদেশে সে রায় স্থগিত করল।
এসএইচ-২৪/১৪/২১ (ন্যাশনাল ডেস্ক)