দুই বছর পর ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

মহামারির দু-বছর পর ঈদ জামাতের অপেক্ষায় জাতীয় ঈদগাহ। মাঠজুড়ে সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠে একটি জামাত হলেও থাকবে মোট ১২১টি কাতারে দাঁড়ানোর ব্যবস্থা। ঈদ জামাতকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

দুই বছর পর চিরচেনা রূপে ফিরেছে জাতীয় ঈদগাহ ময়দান। মাঠজুড়ে সাজ সাজ রব। চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি।

করোনাভাইরাসের কারণে মুসল্লিরা গেল দুই বছরে চারটি ঈদের জামাত আদায় করতে পারেননি এ মাঠে। তবে করোনার প্রকোপ কমে আসায় এবার ঈদ জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তাপস।

প্রায় ৩০ হাজার বর্গমিটারের মাঠটিতে মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে। পুরুষের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে নামাজের ব্যবস্থা।

গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান, সে জন্য সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হয়েছে। এ ছাড়া অজুর ব্যবস্থাসহ স্থাপন করা হচ্ছে মোবাইল টয়লেট। ঈদগাহ মাঠের নিরাপত্তায় চারদিকে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

এসএইচ-১১/৩০/২২ (ন্যাশনাল ডেস্ক)