পদ্মা সেতুতে ট্রেন চলবে কবে, জানালেন রেলমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতুতে আগামী বছরের মার্চ বা জুনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রোববার  দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এদিন উত্তাল পদ্মার বুকে নির্মাণাধীন সেতুতে রেললাইন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় প্রকল্পের কাজ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেতুর কাজ দ্রুত শেষ করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতুর দুই পাড়ে রেল ভায়াডাক্টের সাড়ে ৪ কিলোমিটারের পাথরবিহীন রেললাইন ইতোমধ্যে বসে গেছে।

এদিকে ৭ দশমিক এক পাঁচ কিলোমিটার রেল সংযোগ সেতুর মাত্র ২ দশমিক ছয় পাঁচ কিলোমিটারে রেল ট্র্যাক বসানো বাকি। ভায়াডাক্ট সম্পন্ন হওয়ায় বাকি অংশের পাথরবিহীন রেললাইন দ্রুত সম্পন্ন হবে বলে জানান কর্মকর্তারা।

এ সময় মন্ত্রী জানান, মার্চ বা জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮১ কিলোমিটারে অংশ শুরু হবে রেল চলাচল।

এসএইচ-০৮/১৫/২২ (ন্যাশনাল ডেস্ক)