দেশে করোনায় ৩ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে গত কয়েকদিনে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছেন ২৯ হাজার ১৩৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮০ জন। এ নিয়ে মোট করোনো আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫.০৭ শতাংশ।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময় করোনায় আক্রান্ত ১০২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।

আরও পড়ুন: সারা বিশ্বে প্রথম বছরেই কোভিড টিকা প্রাণ বাঁচিয়েছে প্রায় ২ কোটি মানুষের!

এদিকে সবশেষ শুক্রবার এক লাফে বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৮৫ জনে। তবে এদিন শনাক্তের হার ছিল ১২.১৮ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪.৩২ শতাংশ এবং ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

দেশে হঠাৎ দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার  রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) রূপক রায়ের সই করা নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তাররোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন অফিস/ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস/শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

এসএইচ-১৫/২৫/২২ (ন্যাশনাল ডেস্ক)