বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু 

বিশ্ব ইজতেমার ময়দানে লাখো মুসল্লি জমায়েত হওয়ায় এক দিন আগেই বৃহস্পতিবার বাদ জোহর মাওলানা রবিউল হক ও বাদ আসর মাওলানা মো. ফারুক হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম ও কারি জুবায়ের মুসল্লিদের মাঝে বয়ান করবেন।

তবে, আগামীকাল শুক্রবার বাদ ফজর মাওলানা জিয়াউল হকের আনুষ্ঠানিক আম বয়ানের মধ্য দিয়ে আলমি শুরার তত্ত্বাবধানে (জুবায়েরপন্থী) মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ের দায়িত্বে থাকা জহির ইবনে মুসলিম বলেন, দুই বছর পর এবার ইজতেমা হচ্ছে। ইজতেমা শুরুর প্রায় তিন দিন আগে থেকেই মুসল্লিরা মাঠে প্রবেশ করে নিজেদের খিত্তায় অবস্থান নিচ্ছেন। এবার অধিক মুসল্লিদের সমাগম হয়েছে।

এআর-০৫/১২/০১ (ন্যাশনাল ডেস্ক)