চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস হাসপাতালেই করতে হবে

আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস অর্থাৎ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করতে হলে ছুটির পরে হাসপাতালেই করতে হবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পাইলটিং হিসেবে ৫০টি উপজেলা, ৩০টি জেলা এবং ৫টি মেডিকেল কলেজে এই প্র্যাকটিস শুরু হচ্ছে। তবে কি ধরনের ফি নেওয়া হবে তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মানুষ যাতে কম খরচে নিজ দেশে স্বাস্থ্যসেবা পেতে পারে এ জন্য ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের ব্যবস্থা করা হচ্ছে। এখানে রোগীর পরামর্শ ছাড়াও প্রয়োজনীয় অস্ত্রোপচার পরীক্ষা নিরীক্ষাসহ সব ধরনের সেবা থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সারফুউদ্দিন আহমেদ, বিএম এর সভাপতি অধ্যাপক মাহমুদ হাসানসহ বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক ও ও পরিচালকের উপস্থিত ছিলেন।

এআর-০২/২২/০১ (ন্যাশনাল ডেস্ক)