সরকারের বেঁধে দেয়া দরে চিনি মিলছে না

চিনির বাজারে অস্থিরতা চলছে। সরকারের বেঁধে দেয়া দরে চিনি পাচ্ছেন না ক্রেতারা। বরং প্যাকেটের চিনি অনেকটাই লাপত্তা বাজার থেকে।

প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। এরমধ্যেই নতুন দাম নির্ধারণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

খোলা চিনির দাম প্রতি কেজি ১০৪ টাকা থেকে ১৬ টাকা বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে ট্যারিফ কমিশন। ১০৯ টাকার প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ১২৫ টাকা। যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বাণিজ্য মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, এক কেজি পরিশোধিত খোলা চিনির প্রস্তাবিত মিলগেট মূল্য ১১৫ টাকা এবং পরিবেশক মূল্য হবে ১১৭ টাকা। প্যাকেটজাত চিনির মিলগেট মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৯ টাকা।

আর পরিবেশক পর্যায়ে দাম হবে কেজিতে ১২১ টাকা। চিনির জন্য শুল্কছাড় অব্যাহত রাখার জন্য এনবিআরকে অনুরোধ জানাবে বাণিজ্য মন্ত্রণালয়।

এসএইচ-১৩/১১/২৩ (ন্যাশনাল ডেস্ক)