পশ্চিমা ১৩ কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া পশ্চিমা মিশনের ১৩ কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, পশ্চিমা কূটনীতিকদের মূল্যায়নে বাস্তবতা প্রতিফলিত হয়নি।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে কূটনীতিকদের তলবের পর গণমাধ্যমের কাছে এসব কথা বলেছেন শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে ফরেন সার্ভিস একাডেমিতে যান মার্কিন ও ব্রিটিশ রাষ্ট্রদূতসহ ঢাকাস্থ মিশনের প্রতিনিধিরা। তারা ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছিলেন। তাদের সাথে ঐ দিনের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে মন্ত্রণালয়। আলোচনার পর গণমাধ্যমের কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশিদের বিবৃতির আগেই সরকার জনাব আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের আটক করেছিল। জনাব আশরাফুল আলম নিজেও এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। এমন অবস্থায় যৌথ বিবৃতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। তিনি জানান, বিদেশি দূতদের ডেকে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, বিবৃতিদাতা রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্যই বিবৃতি দেয়া হয়েছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রাষ্ট্রদূতদের তলব করা হয়নি। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও বলেন, ১৩ দূতকে ভিয়েনা কনভেনশন মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। তাদের কোনো অবস্থান থাকলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগে জানাতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমা ১৩ দূতের বিবৃতি বা তা নিয়ে সরকারের অবস্থানে দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো টানাপোড়েন হবে না। ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে সরকারের অবস্থান ইইউসহ পশ্চিমা দেশগুলোর সদর দফতরে আজই জানানো হবে।

এসএইচ-০৪/২৬/২৩ (ন্যাশনাল ডেস্ক)