ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয় উল্লেখ করে সরকার পতনে দেশের মানুষকে জেগে উঠার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। বুধবার জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড এলাকায় অবরোধের সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।
এই সরকার আন্দোলন দমানোর জন্য ভয়ংকর রকম অপকৌশল ও কূটকৌশল গ্রহণ করেছে বলে অভিযোগ করেন সাকি। তিনি বলেন, সরকার তার নিজের এজেন্ট দিয়ে বিরোধী দলের সমাবেশে পরিকল্পিতভাবে সহিংষতা তৈরি করে পুলিশ সদস্য হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ হাসপাতালের গাড়ি পোড়ানো, প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা করে- একটি পরিবেশ তৈরি করতে চায়। বিরোধী দলের ওপর দায় চাপিয়ে সর্বত্মক দমানপীড়ন- একটা বড় ক্রাকডাউন করতে চায়।’
তিনি আরও বলেন, ‘মহাসমাবেশের পরের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, গতকাল বিভিন্ন স্থানে মিছিলে হামলা করা হয়েছে। গতকাল কিশোরগঞ্জে গুলি করে বিএনপির দুজনকে হত্যা করা হয়েছে। সিলেটে একজন যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। ’
সাকি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলরত শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা, খুন এই সরকারের একমাত্র পথ। দেশের মানুষ জেগে উঠেছে। এই সরকারের পতন সময়ের দাবি। সরকারের ভয়ে ভীত না হয়ে সবাই জেগে উঠুন। ’
আন্দোলন আরও বেগবান হবে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘গত রবিবার যেমন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে, তেমনি গতকাল মঙ্গলবার থেকে চলমান অবরোধও পালন করছে। ’
সংক্ষিপ্ত সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, ভাষানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া প্রমুখ।
এসএইচ-১২/০১/২৩ (ন্যাশনাল ডেস্ক)