ফের সোনার ভরিতে বাড়ল ১৭৫০ টাকা

তিন দিনের ব্যবধানে ফের সোনার ভরিতে দাম বেড়েছে। ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়ে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। যা তিন দিন আগেও ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

এটিই দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এর আগে গত ২৬ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির এসব তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

বাজুস জানিয়েছে নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

এসএইচ-০৭/২৯/২৩ (ন্যাশনাল ডেস্ক)