ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, ‘রাজধানীতে মেট্রোরেলে হামলার কোনো তথ্য বা আশঙ্কা নেই। তবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘কর্তৃপক্ষ যেন লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে বসাতে দ্রুত পদক্ষেপ নেয়। যোগাযোগের এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় যত ধরনের নিরাপত্তার প্রয়োজন, সব নেওয়া উচিৎ।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মহিদ উদ্দিন বলেন, ‘মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও সকাল থেকে রাত ১১টা ও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে দুপুর ১১টা পর্যন্ত চলছে। যেহেতু মেট্রোরেল মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। পৃথিবীর অন্যতম ঘণবসতিপূর্ণ নগরে এই মেট্রোরেল জীবনযাত্রাকে সহজ করেছে। সময়মতো যাতায়াত করে পৌঁছানো যাচ্ছে। সেই মেট্রোরেলকে নিরাপদ রাখা প্রয়োজন। সব স্থানে পুলিশ মানুষের নিরাপত্তা দিচ্ছে। মেট্রোরেল পুলিশের অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে। সেখানে এখন একজন ডিআইজি ও তার জনবল রয়েছে। পাশাপাশি পুলিশ সদরদপ্তর প্রযোজনীয় বাড়তি জনবল দিয়েছে। কিন্তু শুরু থেকে এর নিরাপত্তার দায়িত্বে ছিলো ডিএমপি।’
মহিদ উদ্দিন আরও বলেন, ‘আজকেও ১৩২ জন ডিএমপির পুলিশ সদস্য মেট্রোরেল পুলিশের সঙ্গে মিলে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারবাহিকতায় আজকে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করা হলো। আমরা সবকিছু দেখলাম। ছোটখাট যা করণীয় নিরাপত্তার খাতিরে আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করা হবে। এই বিষয়ে সবার সহযোগিতা নিয়ে ঢাকা মহানগরের প্রতিটি বাহন, মেট্রোরেলের প্রতিটি অংশের নিরাপত্তায় কাজ করব।’
এআর-০৩/২১/১২ (ন্যাশনাল ডেস্ক)