নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে না পেয়ে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্ষোভ প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনের প্রতি হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমিও দমছি না।
এর শেষ দেখে ছাড়ব। উচ্চ আদালতে আপিল করব।’
এর আগে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিতে দুলুর মনোনয়ন অবৈধই রাখা হয়।
পরে তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। সুপরিকল্পিতভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।’
নাটোর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলে কনভিকশন আছে জানিয়ে গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইয়ে সেটি বাতিল করেন। এরপর গত ৪ ডিসেম্বর তিনি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।
এসএইচ-৩৫/০৬/১২ (উত্তরাঞ্চল ডেস্ক)