নাটোরে পুলিশ কর্মকর্তার বাড়ি লকডাউন

ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়ায় ঢাকা থেকে আসা এক পুলিশ কর্মকর্তার বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে।

শনিবার সকালে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল এ ঘোষণা দেন। ওই পুলিশ কর্মকর্তার বাড়ি পাকা ইউনিয়নের গালিমপুর গ্রামে।

ওই পুলিশ কর্মকর্তার ভাই জানান, তার ভাই ঢাকায় পুলিশের উপপরিদর্র্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি ২৮ দিনের ছুটিতে চারদিন আগে বাড়িতে এসেছেন। তাই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এলাকাবাসী জানান, ওই পুলিশ কর্মকর্তা চার দিন আগে ঢাকা থেকে এসেছেন কিন্তু গতকালও বাইরে বের হয়েছিলেন। বিষয়টি তারা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানোর পর ওই পুলিশ কর্মকর্তার বাড়ি লকডাউন করা হয়।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান , বিষয়টি জানা মাত্রই সকালে তার বাড়ি লকডাউন করা হয়েছে। প্রয়োজনে তার নমুনা পরীক্ষা করা হবে।

বিএ-১৩/০৯-০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)