নাটোরে পুলিশ পরিচয়ে ছিনতাই

পুলিশ পরিচয়ে নাটোরের বড়াইগ্রাম থেকে ২৭০ বস্তা ধানসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, রোববার সন্ধ্যায় যশোর থেকে একটি ট্রাকে ২৭০ বস্তা ধান লোড করে চাঁপাইনবাবগঞ্জ পাঠাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কাছাকাছি এলাকায় পুলিশ পরিচয়ে ট্রাকে তল্লাশির নামে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় দুর্বৃত্তরা।

তিনি জানান, পথিমধ্যে চালক-হেলাপারকে মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ মুখ বেঁধে মারপিটের পর ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় রাস্তার পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। সেখানকার পুলিশের কাছে গেলে তারা চালক হেলপারকে নাটোরে গিয়ে মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে তারা সোমবার বিকেলে নাটোরে ফিরে আসে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ আসেনি। তবে খরর পেয়ে অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

এসএইচ-২২/০৭/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)