রাজশাহীতে ২২ নারী ও শিশু নির্যাতনের শিকার সেপ্টেম্বরে

সেপ্টেম্বর মাসজুড়ে রাজশাহীতে ২২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৮টি নারী ও ১৪টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

সোমবার এই তথ্য জানিয়েছে রাজশাহীর বেসরকারী উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি।

এক মাসে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা ঘটনা ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই খবর
জানাচ্ছে সংস্থাটির রিসার্চ, ডকুমেন্টেশন ও পাবলিকেশন ইউনিট।

এসিডি জানায়, জেলায় সেপ্টেম্বর মাসে ৮ নারী নির্যাতনের ঘটনার মধ্যে মহানগরীর থানাগুলোতে সংঘটিত হয়েছে ৫ টি এবং মহানগরীর বাইরের থানাসমূহে সংঘটিত হয়েছে ৩ টি নির্যাতনের ঘটনা।

এরমধ্যে মোহনপুরে ১টি, পুঠিয়ায় ১টি এবং তানোরে ১টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে আত্মহত্যা ৪টি, ধর্ষণের চেষ্টা ১টি, যৌন হয়রানি ২ টি এবং অন্যান্য ঘটনা ঘটে ১টি।

জেলায় গত মাসে শিশু নির্যাতনের ঘটনা ঘটে ১৪ টি। এসব ঘটনার মধ্যে মহানগরীর থানাগুলোতে সংঘটিত হয়েছে ৩ টি এবং মহানগরীর বাইরের থানাসমূহে সংঘটিত হয়েছে ১১ টি নির্যাতনের ঘটনা।

এর মধ্যে বাঘায় ২টি, বাগমারায় ১টি, মোহনপুরে ৩টি, পুঠিয়া ১টি, চারঘাট ১টি, পবায় ১টি এবং দূর্গাপুরে ২ টি শিশু নির্যাতনের খবর পাওয়া গেছে।

এসব ঘটনার মধ্যে হত্যা ১টি, ধর্ষণ ৪ টি, ধর্ষণের চেষ্টা ২টি, আত্মহত্যার চেষ্টা ১টি, যৌন হয়ারানি ২টি, অপহরণ ৩টি এবং নিখোঁজের ঘটনা ঘটে ১টি।

এর আগে গত আগস্ট মাসজুড়ে রাজশাহীতে ১৭ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হন ১১ জন নারী এবং ৬ শিশু।

বিএ-০৬/৩০-০৯ (নিজস্ব প্রতিবেদক)