রাবির সায়েন্স ক্লাব ৯ম বছরে পদার্পন

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ৯ম বছরে পদার্পন করেছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু করে ক্লাবের সদস্যরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল হাসান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রাশেদুল হাসান ও রেজাউল করিম।

ক্যাম্পাসে বিজ্ঞান প্রতিবছর সায়েন্স ফিয়েস্টা, বইমেলা, অলিম্পিয়াড, বিজ্ঞানমেলাসহ নানা কার্যক্রমের আয়োজন করে এই ক্লাবের সদস্যরা।

ক্যাম্পাসে প্রতি মাসে ‘বিজ্ঞান আড্ডার’সহ সায়েন্স ফিয়েস্টা, বইমেলা, অলিম্পিয়াড, বিজ্ঞানমেলা, ডিএনএ দিবস, পাই দিবসের মতো বিজ্ঞান ভিত্তিক নানা কার্যক্রমের আয়োজন করে এই সংগঠন।

প্রসঙ্গত, ২০১৫ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মিলে সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠা করে।

এলএস- ০১/১৭/০১ (উত্তরাঞ্চল ডেস্ক)