রাজশাহীতে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-৫)। বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলার শলুয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের অসহায় দুস্থ ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বলগুলো বিতরণ করা হয়।

এ সময় কম্বল হাতে পেয়ে সবাই র‌্যাবের এই কার্যক্রমকে সাধুবাদ জানান।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারি উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকার ও সলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ৫০০ শতাধিক দুস্থ মানুষের মাঝে শীত নিবারণের জন্য কম্বলগুলো বিতরণ করা হয়।

এলএস- ০৪/১৮/০১ (উত্তরাঞ্চল ডেস্ক)