রাজশাহীতে ইজতেমা শুরু ২ মার্চ

রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু হতে যাচ্ছে আগামী ২ মার্চ। তিন দিনব্যাপী এ জেলা তাবলিগ ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত। এরই মধ্যে ইজতেমা মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজেতমার কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্যান্ডেল তৈরির কাজ উদ্বোধনের পর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেন। মাঝে মধ্যে কুচক্রি মহল এ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপচেষ্টা চালায়। সেটি আপনাদের সবার সহযোগিতায় প্রতিরোধ করা সম্ভব হয়।

রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা আয়োজনে থাকছে সিটি করপোরেশন। রাজশাহীতে তাবলিগ ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও আশা করেন তিনি।

এলএস-০১/০৭/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)