রাজশাহীতে ধর্ষ’ণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

রাজশাহীতে কিশোরীকে ধ’র্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাহজাহান গাজী (৬০)। রাজশাহীর চারঘাট উপজেলার কানজগাড়ি গ্রামে তার বাড়ি।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি বলেন, ‘২০১৮ সালে ওই কিশোরীকে (১২) নিজের বাড়ি নিয়ে যান শাহজাহান গাজী। এরপর ফাঁকা বাড়িতে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষ’ণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিন মাস পর ঘটনা জানাজানি হয়। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।

এআর-১১/১৬/০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)