বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলা শহরের হাজীপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার বাসিন্দা গোলাম কবির (৪২), বগুড়ার শেরপুর উপজেলার হামছায়াপুর এলাকার চায়না আক্তার (২৮) ও একই এলাকার তানজিলা বেগমের মেয়ে নুরে জান্নাত লুবা (৪)। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় অটোরিকশাচালক মো. রুবেলসহ (৪০) তানজিলা বেগম (৪০) মোজাম্মেল হক (৫০) ও আসাদ (৪০) নামের অটোরিকশার আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে চালকসহ পাঁচজন বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছনের দিক থেকে বগুড়াগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। একজনের হাসপাতালে একজনের মৃত্যু হয় বলে শুনেছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুতগতিতে বগুড়ার দিকে চলে যায়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান বলেন, পেছন দিক থেকে চাপা দেওয়া ওই ট্রাকটির অনুসন্ধান শুরু হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআর-০৪/১৫/০৬ (উত্তরাঞ্চল ডেস্ক)