বাল্যবিয়ের দায়ে বর-কনের পরিবারকে জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাল্য বিয়ের দায়ে বর-কনের পরিবারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলার দৌলতপাড়া এলাকার আলিম উদ্দিনের কন্যা ১০ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান সুমাইয়ার (১৬) সাথে আজিজনগর গ্রামের আব্দুল খালেকের পুত্র হেলাল উদ্দিনের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে এই বিয়ে প্রতিরোধ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর-কনের পরিবারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সোহাগ চন্দ্র সাহা । এদের মধ্যে বরকে ৩০ হাজার, মেয়ের বাবাকে ২০ হাজার ও মেয়ের চাচাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, শুক্রবার দুপুরে তিরনইহাট দৌলতপাড়া গ্রামে এক স্কুল শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বিয়ে প্রতিরোধ করি।

বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের দায়ে বর-কনের উভয় পরিবারকে পঞ্চান্ন হাজার জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে, খবর পেলেই প্রতিরোধ করা হচ্ছে।

এসএইচ-১২/১২/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)