রাজশাহী সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি

রাজশাহী সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে চোরাকারবারিরা। সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সীমান্তবর্তী পদ্মারচর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে ১০নং পদ্মারচার বিওপি সদস্যরা এলাকাজুড়ে বিশেষ টহল দিচ্ছিলেন। ওই সময় সীমান্তবর্তী পশ্চিম বাথানবাড়ী এলাকা দিয়ে একদল চোরাচালানকারী অস্ত্র ও মাদক পাচার করছিলো।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। এসময় পাল্টা ৫ রাউন্ড গুলি চালায় বিজিবি।

বিজিবির প্রতিরোধের মুখে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান অধিনায়ক।

বিএ-০৬/০৮-০১ (নিজস্ব প্রতিবেদক)