রাজশাহীতে প্রিজাইডিং অফিসারসহ গ্রেফতার ৪, ভোট স্থগিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে নৌকার পক্ষে ব্যালট পেপারে সীল মারার অভিযোগে ভোট স্থাগিত করা হয়েছে। একই সঙ্গে দুইজন পুলিং অফিসারসহ তিনজনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুর ১ টার দিকে এই কেন্দ্র স্থগিত করে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, পোলিং অফিসার নাজমুল হক, সহকারি প্রিজাইডিং অফিসার মুকিদ আলী মাস্টার ও নৌকার পোলিং এজেন্ট মাসুদ রানা।

রিটানিং অফিসার সাইফুল ইসলাম বলেন, তিনজন মিলে নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল মারছিল। বিষয়টি তৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। তারা দ্রুত গিয়ে তাদের গ্রেপ্তার করে বেশকিছু সিল মারা ব্যালট পেপার জব্দ করে। পরে ওই কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত ঘোষনা করা হয়।

এদিকে, গোদাগাড়ী উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের পোলিং এজেন্ট আমিনুল ইসলাম নামে একজনকে আটক করেছে।

ভোট গ্রহণ স্থগিত ও আটকের নিশ্য়তা করেছেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান।

বিএ-০৬/১০-০৩ (নিজস্ব প্রতিবেদক)