রাজশাহীর নিউমার্কেট ও আরডিএ মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আহ্বান জানানো।
সোমবার সকালে মার্কেট দুটির প্রবেশপথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ সংক্রান্ত দুটি ব্যানার টানিয়ে দেয়া হয়। ব্যানার দুটিতে লেখা ছিলো ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
তবে দুপুর হওয়ার আগেই কে বা কারা ব্যানার দুটি খুলে ফেলে। এ ব্যাপারে কথা বলতে চাইলে মার্কেটের ব্যবসায়ী সমিতির লোকজন কোনো বক্তব্য দিতে চাননি।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, নিউমার্কেট ও আরডিএ মার্কেটে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা নেই। আরডিএ মাকের্টের আশপাশে কোন পুকুরও নেই। ফলে অগ্নিকাণ্ড ঘটলে পানির অভাবে আগুন নেভাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।
এছাড়া দুই মার্কেটের সিড়িতেও মালামাল রাখা হয়। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মানুষ সহজে নামতেও পারবে না। আর আরডিএ মাকের্টের ভেতরে এলোমেলোভাবে বৈদ্যুতিক তার রয়েছে। ফলে সহজেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এসব কারণে মার্কেট দুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
বিএ-১২/০৯-০৪ (নিজস্ব প্রতিবেদক)