রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ সরকার সব ধরণের নাগরিক সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেবে। এখন শহরের অনেক সুবিধা গ্রামে পাওয়া যায়।
শুক্রবার বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনীতে এ কথা বলেন মেয়র। সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লিটন।
‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ স্লোগানে এটুআই’র সহযোগিতায় এই আয়োজন করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। দিনব্যাপী এই সম্মেলনে রাজশাহী বিভাগের আট জেলার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, ডিজিটাল বাংলাদেশের যখন সূচনা শুরু হয়, তখন ডিজিটালকে নিয়ে অনেকে কটাক্ষ্য করেছে। কিন্তু বর্তমানে সেটার বাস্তবায়ন হয়েছে।
বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে উদ্বোধনীতে বক্তব্য দেন এটুআই প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। উপস্থিত ছিলেন-রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম।
শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।
বিএ-০৭/২৬-০৪ (নিজস্ব প্রতিবেদক)