রাজশাহীতে অপহৃত সংখ্যালঘু নারী উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে অপহরণের শিকার এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত দুই জনকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরাংপুর এলাকা থেকে জেলা পুলিশের একটি বিশেষ দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-জেলার দুর্গাপুর উপজেলার অনন্তকান্দি এলাকার আবদুল জলিলের ছেলে জাকির হোসেন ও একই উপজেলার চৌপুকুরিয়া এলাকার মৃত মাজের আলীর ছেলে আবদুল খালেক।

অভিযোগ রয়েছে, একই এলাকার এক সংখ্যালঘু নারীকে অপহরণ করেন এরা। নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় বুধবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে নেয়া পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২০ মে -জেলার দুর্গাপুর উপজেলার অনন্তকান্দি এলাকার নিজ বাড়ির সামনে থেকে সংখ্যালঘু এক নারী অপহরণ হন।

এনিয়ে ওই দিনই তার বাবা দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলা দায়ের করেন।

অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার মধ্যরাতে জেলা পুলিশের একটি টিম গোদাগাড়ী উপজেলার সারিংপুরে অভিযান চালায়। সেখান থেকে অপহরণের শিকার ওই নারীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার করা ওই দুই ব্যক্তিকে। পরে এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ইফতেখায়ের আলম।

এদিকে, মঙ্গলবার রাতভর আলাদা নিয়মিত অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এদের মধ্যে ২৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি।

এছাড়া ৭ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। মাদকসেবীসহ অন্যান্য মামলায় গ্রেফতার হয়েছেন আরো ৬ জন। বুধবার এদেরও আদালতে তোলে পুলিশ।

বিএ-১৩/২১-০৫ (নিজস্ব প্রতিবেদক)