রাজশাহীতে মাদক সম্রাট আকরাম গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের আকরাম আলী (৪৫) নামে এক মাদক সম্রাট গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই লুতফর রহমান মাদকসহ ওই মাদক সম্রাটকে গ্রেফতার করে।

লুতফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরপুর জহির হাজীর পাড়ামহল্লায় অভিযান চালায়।

মাদক সম্রাট আকরাম আলীকে মাদকসহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। সে ওই এলাকার সাহাদত হোসেনের ছেলে।

সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বিএ-০৯/২৫-০৭ (নিজস্ব প্রতিবেদক)