রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রাজশাহীর তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল আক্তার (৩৯) নামে এক শারীরিক প্রতিবন্ধী কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ চকদমদমা গ্রামে।

নিহত বাবুল উপজেলার গাগরন্দ চকদমদমা গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে।

জানা যায়, সকালে বাবুল নিজের জমিতে সেচের জন্য গাগরন্দ মৌজার জমির মাঠে গভীর নলকূপের (ডিপ) অপারেটর আইয়ুব আলীর কাছে যান। আইয়ুব আলী ওই কৃষককে গভীর নলকূপ ঘরের ভেতরের বোর্ডের সুইচ দিয়ে সেচের পানি নিতে বলেন। সে মোতাবেক বাবুল গভীর নলকূপের ঘরের ভেতরে গিয়ে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়ে চলে আসেন। পরে বিকেল ৫টায় মৃত বাবুলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর¯’ানে তাঁকে দাফন করা হয়।

বিষয়টি নিয়ে অভিযুক্ত ওই গভীর নলকূপটির (ডিপ) অপারেটর আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এ নিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, কারো কোনো অভিযোগ নেই। বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান দেখছেন।

আওয়ামী লীগ নেতা ও চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, এটি একটি দুঘর্টনা। নিহতের পক্ষের লোকজনের কোনো অভিযোগ নেই। তাই লাশ দাফনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

বিএ-২০/২৮-০৭ (নিজস্ব প্রতিবেদক)