শোকের মাস আগস্ট উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্বাধীনতা চত্বরে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নেতাকর্মীদের নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি সমাজসেবী শাহিন আকতার রেনী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ-০৭/০১-০৮ (নিজস্ব প্রতিবেদক)