স্ত্রীসহ ডেঙ্গুতে আক্রান্ত রাজশাহী সিটির প্রধান প্রকৌশলী

স্ত্রীসহ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক। তবে তারা কোনো হাসপাতালে ভর্তি হননি। নিজের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অবশ্য প্রকৌশলী আশরাফুল হক বিষয়টি স্বীকার করেননি। তবে মেয়র বলেছেন, দাপ্তরিক কাজে সম্প্রতি প্রকৌশলী আশরাফুল হক কয়েকবার ঢাকা যাওয়া-আসা করেছেন। শেষবার সঙ্গে তার স্ত্রীও গিয়েছিলেন। ফেরার পর তাদের জ¦র হয়। পরীক্ষায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তবে তাদের অবস্থা খারাপ নয়।

এদিকে বৃহস্পতিবার তাদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতেই রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দেখতে বাসায় যান। সেখানে তারা চিকিৎসার খোঁজখবর নেন। পরে শুক্রবার সকালে প্রকৌশলী ও তার স্ত্রীকে দেখতে যান সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম।

তিনি বলেন, ‘তারা রাজশাহীতে নাকি ঢাকায় আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক নয়। এজন্য নিজ বাসাতেই চিকিৎসা চলছে।’

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আমি সকালে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়েছিলাম। দেখলাম এনিয়ে আপাতত উদ্বেগের তেমন কিছু নেই। তারা ভালো আছেন।’

মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রকৌশলী আশরাফুল হক ডেঙ্গুর বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এমনি ঠাণ্ডা লেগে জ্বর হয়েছে। তাই বাড়িতেই আছি। ডেঙ্গুতে আক্রান্ত হলে তো হাসপাতালেই ভর্তি হতাম।

প্রসঙ্গত, প্রথম দিকে রাজশাহীতে যেসব ডেঙ্গুরোগী পাওয়া গেছে তাদের সবাই এসেছিলেন ঢাকা থেকে। কিন্তু ইতিমধ্যে একজন সাংবাদিকসহ দুইজন রোগীকে পাওয়া গেছে যারা ঢাকা যাননি। আক্রান্ত হয়েছেন রাজশাহীতেই। গত ১৫ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৫৯ জন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৫২ জন। এদের মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ভর্তি হয়েছেন ১৯ জন।

রাজশাহীতে ডেঙ্গুজ্বর ছড়াতে শুরু করলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে এখনও তেমন মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না। ফগার মেশিন বন্ধ আছে ২০১৫ সাল থেকেই। তবে বুধবার বিকালে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নিয়ে সিটি করপোরেশনে অনুষ্ঠিত এক সভায় ফগার মেশিন ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

বিএ-০৮/০২-০৮ (নিজস্ব প্রতিবেদক)